রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ ফুয়ারার পাশে ট্রাকের চাপায় রাজ হোটেলের দুই কর্মচারী নিহত হয়েছে। নিহতরা হলেন- জাকির (৩০) শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫জুলাই) রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত জাকিরের বাবার নাম নুরুল ইসলাম।
বঙ্গবন্ধু এভিনিউ এলাকাতে থাকতেন তিনি। জাকির ও শাকিল দীর্ঘদিন ধরে গুলিস্তানের রাজ হোটেলে চাকরি করছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী আশরাফুল হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা গুলিস্তানের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী। রাতে দু্ইজন রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁদেরকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা। সেখানে থাকা পুলিশের টহল দল সঙ্গে সঙ্গে ট্রাকটি জব্দ করে এবং এর চালককে আটক করে। খবর পেয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানান এসআই আশরাফুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।