জুমবাংলা ডেস্ক : চলছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। রমজানে ভাজাপোড়ার সঙ্গে সঙ্গে ইফতারিতে ফল রাখতে পছন্দ করেন রোজাদাররা। ফলে এ মাসে দেশি-বিদেশি ফলের চাহিদা থাকে তুঙ্গে।
এ বছর রমজানের শুরুতেই বাজারে এসেছে তরমুজ। দামও এবার নাগালের মধ্যে। রাজধানী ঢাকায় এলাকাভেদে তরমুজ মিলছে ৪৫ থেকে ৬০ টাকা কেজিদরে। পিস হিসেবেও তরমুজ কেনার সুযোগ রয়েছে। তবে এগুলো আগে থেকে মেপে ওজন করে দাম নির্ধারণ করে রাখা হয়েছে। মান ও ওজন অনুযায়ী ২২০ থেকে ৫০০ টাকায় মিলছে তরমুজ।
শনিবার (৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, মহাখালী ও রামপুরা ঘুরে তরমুজ বিক্রির এমন চিত্র দেখা গেছে।
তরমুজ বিক্রেতা ইমন বলেন, অন্যবারের তুলনায় এবার রমজানে তরমুজের দাম কম। প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি করছি।
খিলক্ষেত, রামপুরা এলাকায় ৪৫ টাকা কেজি দরেও মিলছে তরমুজ। তবে এগুলো আকারে ছোট। এসব তরমুজ সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজি ওজনের। ৭ থেকে ৯ কেজি ওজনের বড় আকারের তরমুজ কিনতে হলে গুনতে হচ্ছে কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা।
মহাখালীর তরমুজ বিক্রেতা আকন্দ বলেন, এখন বাজারে তরমুজের প্রচুর সরবরাহ। ফলে অন্যবারের এ সময়ের তুলনায় এবার দামও কম। আমরা ৫৫ থেকে ৬০ টাকা কেজিদরে বিক্রি করছি। তবে ক্রেতা চাইলে পিস হিসেবেও নিতে পারবেন।
ফলের দোকানের পাশাপাশি নগরীর অলি-গলিতে বিক্রি হচ্ছে তরমুজ। অনেকে আবার ভ্যানগাড়িতে ফেরি করে বিক্রি করছেন। ভ্যানে ৪৫ টাকা কেজি দরে মিলছে তরমুজ।
ফল বিক্রেতা মমিন বলেন, আমি ভ্যান গাড়িতে সবজি বিক্রি করতাম। রমজান মাসে তরমুজ বিক্রি শুরু করেছি। এখন তরমুজের চাহিদাও ভালো। সারাদিন রোজা রাখার পর ইফতারে সবার কাছেই তরমুজের চাহিদা রয়েছে। একদিকে যেমন তৃষ্ণা মেটায়, অন্যদিকে শরীরও ঠান্ডা রাখে। এবারও রমজানের প্রথম থেকেই বাজারে তরমুজের সরবরাহ ভালো। কারওয়ান বাজারে মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।