জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সময় বাড়ানো হলো। রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর দোকান মালিক সমিতি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ৩১ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের অসহায় মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এরআগে ২২ মার্চ বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


