নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে এই দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
রামপুরায় নিহত ব্যক্তি আবদুল কাদের (৬০) এবং যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন মোস্তাক (৫৮)। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানায়।
সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
রামপুরা থানার উপপরিদর্শক মো. সোহেল জানান, কাদের সুপ্রিম কোর্টের গাড়ি চালক। মেরুল বাড্ডা আনন্দ নগর এলাকায় পরিবার নিয়ে থাকেন। তার বাবার নাম আদম তালুকদার।
পরিবারের লোকজনের বরাত দিয়ে এসআই সোহেল বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে রামপুরা ব্রিজের কাছে কাদের দুর্ঘটনা শিকার হন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে কাদেরকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মিনি ট্রাক মোস্তাককে ধাক্কা দেয়। এতে পথচারী মোস্তাক গুরুতর আহত হয়। পরে রাজু নামে আরেক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
মোস্তাক সচিবালয়ে সহকারী প্লাম্বার হিসেবে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। থাকতেন ঢাকার মাতুয়াইল কোনাপাড়ায়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.