জুমবাংলা ডেস্ক : জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে তিন নেতাকর্মী হত্যার প্রতিবাদে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর বাইরে দুই মহানগরের উদ্যোগে একই প্রতিবাদে একদিন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশ কর্মসূচির সময় ও স্থান জানানো হয়। এর মধ্যে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের জোন-১ এর আওতাধীন মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর এলাকার সমাবেশ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ১৬ দিনের কর্মসূচি শুরু হয়।
রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরা পূর্ব জোনের (উত্তরা পূর্ব থানা, দক্ষিণখান থানা) সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনো নির্ধারণ না হলেও এখানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণের জোন-৩ আওতাধীন শাহবাগ-রমনার সমাবেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম জোনের আওতাধীন উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, বিমান বন্দর থানা ও খিলক্ষেত থানার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী জোনের আওতাধীন পল্লবী থানা, রূপনগর থানা ও ভাষানটেক থানার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৬ এর আওতাধীন সুত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, তোকয়ালী ও বংশালের সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সন্ধ্যায় ৭টা থেকে এক ঘণ্টা মোমবাতি জ্বালিয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করা হবে। ১৮ সেপ্টেম্বর জোন-৮ এর আওতাধীন শ্যামপুর-কদমতলীর সমাবেশ জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে অথবার আদদ্বীন হাসপাতালের পাশে অথবা পোস্তগোলা শ্মশান ঘাটের সামনে অনুষ্ঠিত হবে।
১৯ সেপ্টেম্বর ঢাকা উত্তরের গুলশান জোনের আওতাধীন গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।
২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-২ এর আওতাধীন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার উদ্যোগে বাসাবো বালুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোনের আওতাধীন মিরপুর, শাহ আলী, দারুসসালাম, কাফরুল থানার সমাবেশ অনুষ্ঠিত হবে।
২২ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ জোন-৭ এর যাত্রাবাড়ি, ডেমরার সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর ঢাকা উত্তরের মোহাম্মপুর জোনের আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগর থানার সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৪ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণের জোন-৫ এর লালবাগ, কামরাঙ্গীরচর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা জোনের আওতাধীন বাড্ডা থানা, ভাটারা থানা ও রামপুরা থানার সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের জোন-৪ এর আওতাধীন নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান, ধানমন্ডির সমাবেশ কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর তেজগাঁও জোনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
৬৪ বছরে অবসর নিলেন এই যৌ.নকর্মী! আমেরিকার চার প্রেসিডেন্টকে সন্তষ্ট করেছিলেন তিনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।