Views: 359

রাজনীতি

রাজধানী ঢাকার নাম বদলে ‘মুজিবনগর’ করার দাবি

জুমবাংলা ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামনুসারে রাজধানী ঢাকার নাম ‘মুজিবনগর’ করার দাবি জানিয়েছে।

সোমবার (১৬ মার্চ) মানববন্ধনে উপস্থিত দলটির নেতারা বলেন, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীনতা পেতাম না, সেখানে ঢাকা শহরকে ‘মুজিবনগর’ করা কোনো ব্যাপার না। এটা খুব ছোট দাবি। এ দাবি অনেক আগেই হওয়া উচিত ছিল।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম ছিল মুজিবনগর। তাই ঢাকাকে মুজিবনগর নামকরণ যথার্থ। আমরা এটাও জানি যে, ঢাকার একটা অংশের নাম ‘শেরে বাংলা নগর’। বিগত কয়েক বছরে ঢাকার অনেক উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে। ঢাকার প্রধান যে অঞ্চলটা আছে, তার নাম অবশ্যই মুজিবনগর হতে পারে।


আরও পড়ুন

খালেদা জিয়ার বিদেশযাত্রা আটকে যাওয়ায় যা বললেন ফখরুল

Shamim Reza

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন নাকচ: যা বললেন আইনজীবীরা

Saiful Islam

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেল না খালেদা জিয়া

mdhmajor

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

mdhmajor

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

Shamim Reza

যে কারণে খালেদা বিদেশ যেতে পারবেন না

Shamim Reza