জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশান বাসা ফিরোজা থেকে ভাইয়ের বাসায় রওনা হন বেগম খালেদা জিয়া।
অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।
বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।
সেখানে তিনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত আছেন।
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ই মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরে বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন বিএনপির চেয়ারপারর্সন। এখন অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন সাবেক প্রধানমন্ত্রী।
এর আগে কারামুক্ত হলেও শারীরিক অবস্থার কারণে বেগম খালেদা জিয়া বাইরের কোনো কর্মসূচিতে অংশ নেননি। সর্বশেষ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel