
জুমবাংলা ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধীমারা নামক স্থানে বুধবার বিকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাংশা উপজেলার বাহাদুরপুরের মিজানুর রহমান ও কুমারখালী উপজেলার ফরমান মন্ডল।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, লালন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া ও আরিফ পরিবহন নামের অপর একটি লোকাল বাস কুষ্টিয়া থেকে দৌলতদিয়ায় যাচ্ছিল। বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হন। এছাড়া রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পর দুজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।
আহতদের রাজবাড়ী, পাংশা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


