
জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পাংশার কলিমহরে অভ্যন্তরীণ কোন্দলে চাচাত ভাই রবি বিশ্বাসের গুলিতে কাজল বিশ্বাস (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে কলিমহর ইউপির হাট বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজল বিশ্বাস উপজেলার কলিমোহর ইউনিয়নের হাট বনগ্রাম গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজল বিশ্বাস ও তার চাচাত ভাই রবির মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। কাজল বুধবার ভারত থেকে দেশে আসেন। রাতে তিনি হাট বনগ্রামে স্থানীয়দের সঙ্গে তাস খেলছিলেন। এ সময় কথা আছে বলে কাজলকে ডেকে নিয়ে যান রবি। পরে একটি বাগানে কাজলকে গুলি করে পালিয়ে যান।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঠিক কারণ উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।