জুমবাংলা ডেস্ক : রাজশাহী নগরীতে চারতলা একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুর ৩টার দিকে নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার পরেই সেখানে উদ্ধার অভিযান শুরু করেছেন দমকল বাহিনীর কর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করেন ভবন মালিক আতারুজ্জামান বাবলু। নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণেই ভবনটি ধসে পড়েছে।
তিনি আরো বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটির নিচতলা স্থানীয় লোকজন গ্যারেজ হিসেবে ব্যবহার করতেন। আজও সেখানে তিনটি প্রাইভেটকার এবং দুটি ভ্যান রাখা ছিল। ভবনটি ধসে পড়ায় সেগুলোও চাপা পড়েছে। ভবনটি ধরে পড়ার সময় পাশের দুটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ নিয়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.