Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৫ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন , ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর একজন ও পাবনার একজন করে। হাসপাতালটিতে গত দুই দিনে ৩৯ জনের মৃত্যু হলো।
এ ছাড়া জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.