রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
আজ (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগর ভবনে গিয়ে তিনি মেয়রের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম।
আবু কালাম সিদ্দিক আজ সকালে আরএমপি’র কমিশনার পদে যোগ দিয়েছেন। সকালে তিনি আরএমপি সদরদপ্তরে গেলে অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি আরএমপির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
চাকরি জীবনের শুরুর দিকে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার হিসেবে আরএমপিতে কর্মরত ছিলেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে চট্টগ্রামের হাটহাজারী সার্কেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, এসি (সচিবালয়) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (ইমিগ্রেশন) হিসেবে স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় কর্মরত ছিলেন।
পুলিশ সুপার হিসেবে আবু কালাম সিদ্দিক শরীয়তপুর জেলা, পটুয়াখালী জেলা, দিনাজপুর, খাগড়াছড়ি, জয়পুরহাট, জাতিসংঘ শান্তি মিশনের (কসোবো) মিশন ইভেষ্টিগেশন মনিটর ও সুদানের দারফুর মিশনের (এফপিইউ) কো-অর্ডিনেটর এন্ড লিয়াজো অফিসার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।