জুমবাংলা ডেস্ক: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের মৃত্যুতে তার পরিবারকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পরিশোধ করতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খবর ইউএনবি’র।
স্বজন পরিবহনের এক আবেদনের শুনানিতে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান রাজীব। দুই বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৩ দিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ এপ্রিল মধ্যরাতে রাজীব মারা যান।
আদালতে বাস কোম্পানির পক্ষে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল এবং রাজীবের পরিবারের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আপিল বেঞ্চ জানায়, রাজীবের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে ‘স্বজন পরিবহনকে’ এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দিতে হবে এবং এরপর তাদের আবেদন বিবেচনায় নেয়া হবে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিটিআরসি) কাছ থেকে থেকেও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি বিবেচনায় নেয়া হবে।
অ্যাডভোকেট বাবুল বলেন, হাইকোর্ট ইতিমধ্যে তার রায়ের অনুলিপি প্রকাশ করেছে এবং তারা ওই আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করবেন।
এর আগে গত ২০ জুন রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। ক্ষতিপূরণের মোট অর্থের মধ্যে ২৫ লাখ টাকা ‘স্বজন পরিবহনের’ মালিকপক্ষকে এবং বাকি টাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি) দিতে বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।