বিনোদন ডেস্ক : দেখতে দেখতে ২ বছরে পা রাখল শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ছোট মেয়ে সামিশা শেট্টি। মেয়ের জন্মদিনে একটা মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। যা দেখে খুদের প্রেমে পড়ে গিয়েছে নেটপাড়া। আলিবাগেই হবে সামিশার ২ বছরের জন্মদিন পালন। রয়েছেন রাজ-শিল্পা, শিল্পার মা, প্রেমিক রাকেশ বাপটের সাথে শমিতা।
শিল্পার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে সোফায় বাবু হয়ে বসে আছেন শিল্পা। আর পাশে রাজ। মেঝেতে নিজের মতো হাঁটছে সামিশা। শিল্পাকে এরপর প্রশ্ন করতে শোনা যায়, ‘কার মাম্মা?’ সামিশা বলে ‘আমার’। রাজ শিল্পার গায়ে হাত দিলেও সরিয়ে দেয় সমিশা। আর চুমু খেতে থাকে শিল্পার পায়ে। ভিডিও দেখেই মন গলে গেছে সকলের। মেয়ের সাথে নায়িকার বন্ডিং দেখেও খুশি সকলেই।
ভিডিও শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘তুমি আমাদের জীবনে এসেছ, আর আমাদের জীবন খুশি দিয়ে ভরিয়ে দিয়েছ। এই খুশি জানি কখনও শেষ হবে না। ধন্যবাদ আমাদের জীবন ভালোবাসা, আনন্দ, হাসি দিয়ে। আমার ছোট্ট রাজকুমারী। তুমি নিশ্বাস নিতে শুরু করার আগে থেকে তোমায় ভালোবাসি আর তোমার যত্ন করব বলে প্রতিজ্ঞা করেছিলাম, আমার শেষ নিশ্বাস অবধি তাই করব।’
২০২০ সালে সারোগেসির মাধ্যমে মেয়ের মা হন শিল্পা। সেই সময় তিনি ও রাজ সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেযার করে লেখেন, ‘আমাদের প্রার্থনা অবশেষে পূর্ণ হল.. অন্তরে অনেক কৃতজ্ঞতা সহ আমরা জানাতে চাই আমাদের ছোট্ট পরীর আসার খবর।
২০২০-র ১৫ ফেব্রুয়ারি জন্মেছে সমিশা শেট্টি কুন্দ্রা, বাড়ির ছোট্ট এসএসকে!’ ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শিল্পা। ২০১২ সালের মে মাসে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান বিহানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।