আন্তর্জাতিক ডেস্ক : চীনের হাতে ২০ সেনা মারা যাওয়ার কয়েক দিন পর পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলিতে সোমবার ভারতের আরেক সেনা মারা গেছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত এক মাসে জম্মু এবং কাশ্মীরের এই নিয়ন্ত্রণ রেখায় ভারতের চারজন সেনা মারা গেলেন।
ভারতের দাবি, কাঠুয়া জেলায় পাকিস্তানের দিক থেকে বিনা উস্কানিতে আগে আক্রমণ করা হয়। এ সময় নওশের সেক্টরে দায়িত্বরত এক সদস্য গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এর আগে গত ৪ এবং ১০ জুন পাকিস্তানি সেনার গুলিতে ভারতের দুইজন নিহত হন। পরে ১৪ তারিখ মারা যান আরেকজন।
ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোর রাতে পাকিস্তান আর্মি গুলি চালাতে শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে প্রায় ছয়টা পর্যন্ত সংঘর্ষ চলে।
গত কয়েক দিন ধরে সীমান্তে অস্থির সময় পার করছে ভারত। লাদাখে চীনের সঙ্গে প্রাণঘাতী সংঘাতে ২০ জনের প্রাণ গেছে। ওদিকে মানচিত্র নিয়ে নেপাল সীমান্তে জরুরি অবস্থার মতো পরিস্থিতি। কিছুদিন আগে নেপাল নজিরবিহীনভাবে ভারতীয়দের ওপর গুলিও চালিয়েছে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।