Advertisement
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে থাকা সব বর্জ্য পরিষ্কার করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্মৃতিসৌধের মূল ফটকে ব্যারিকেড স্থাপন করেন।
রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



