জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে ঠেকেছে বলে জানা গেছে।
জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুনের ফলে আশ্রয়হীন রোহিঙ্গাদের মাঝে সোমবার রাত থেকেই ইউএনএইচসিআর আইওএম ওয়ার্ল্ড ভিশন, কোস্ট ট্রাস্ট সহ বেশকিছু এনজিও তৎক্ষণাৎ পানিসহ শুকনো খাবার দেয়। সারারাত রোহিঙ্গাদের পাশে থেকে এসব এনজিওগুলো মানবিক ভূমিকা পালন করে। পাশাপাশি স্থানীয় জনগণও রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়ায়।
মঙ্গলবার সকাল থেকে এনজিওগুলো অব্যাহত রাখে। মঙ্গলবার রাত অবধি থাকে তাদের ভীড়। এনজিওগুলো হোটেল থেকে খাবার নিয়ে রোহিঙ্গাদের মাঝেও বিতরণ করতে দেখা গেছে। রোহিঙ্গাদের জন্য বেশকিছু তাবু নির্মাণ করতেও দেখা গেছে এনজিওদের ।উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুনের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এনজিও গুলোর তৎপরতা। তারা রোহিঙ্গাদের সেবায় পানিসহ খাবার নিয়ে ভিড় জমাচ্ছে। কিছু কিছু এনজিও খাবারের পাশাপাশি নগদ অর্থ সহায়তাও দিচ্ছে।
বেশকিছু রোহিঙ্গার সাথে আলাপ করে জানা গেছে, এনজিওগুলো তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে শুকনো খাবার সহ কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।