জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় রাতের আঁধারে ‘জিন নিয়ে খেলা’ করার অভিযোগে মাসুদ উদ্দিন নূর (৩২) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাউৎভোগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার ধীপুর ইউনিয়নের রাহেলা মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বেক্তি মাদ্রাসার শিক্ষক মাসুদ উদ্দিন নূর।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আটক মাসুদ উদ্দিন নুরী বেশ কয়েকদিন ধরে রাউৎভোগ রাহেলা মহিলা মাদরাসায় মধ্যরাতে জিন নিয়ে খেলা করার নামে বিভিন্ন ভয় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছিলেন। এ কারণে মাদরাসার সাধারণ ছাত্রীরা ভয় পাচ্ছিলেন। এই জন্য তাদের লেখাপড়াও ক্ষতি হচ্ছিল। পরে অভিভাবকরা থানায় অভিযোগ করলে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে তদন্ত করে দেখা যায়, ঘটনাটি মিথ্যা, তাই তাকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



