Advertisement
জুমবাংলা ডেস্ক : রাতের আধাঁরে বরগুনা খাদ্য গুদাম থেকে চাল চুরির অভিযোগে খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বিপ্লবসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকির হোসেন তালুকদার বাদি হয়ে বরগুনায় থানায় একটি মামলা দায়ের কয়েছে।
গ্রেপ্তারকৃত অন্য আসামীরা হলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ি চালক মো: মাসুম বিল্লাহ্, নিরাপত্তা প্রহরী আ: রহমান, মো: শাহীন, গুদামের শ্রমিক মো: ফোরকান মুসুল্লী, বিনয় ও আ: সোবহান।
ঘটনাস্থল থেকে ২২টি বস্তায় ৫৯৪ কেজি চাল, আলামত হিসেবে ১টি চার্জার লাইট, ৩টি লোহার হুক, ২টি বোঙ্গা, সুঁই ও প্রায় আধাকেজি সুতলী উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।