Advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজ বুধবার (১৬ জুলাই) রাতে আংশিক চন্দ্রগ্রহণ হবে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বরাতে বাসস এ তথ্য জানিয়েছে।
বাসস’র প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত ৩টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৬৫৮।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। গ্রহণটি ভারত মহাসাগরে মরিশাসের পূর্ব দিক থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্য কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পর্যন্ত দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।