রাধা সাজে বির্তকের মুখে পড়লেন তামান্না

অভিনেত্রী তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। কয়েক দিন আগে একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশুট করেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ সেই ফটোশুটের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন এই অভিনেত্রী। এরপর তৈরি হয় বিতর্ক; ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আক্রমণের মুখে পড়েছেন তামান্না। বাধ্য হয়ে এসব ছবি সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেছেন তামান্না।

অভিনেত্রী তামান্না ভাটিয়া

এসব ছবির কোনোটিতে দেখা যায়, আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তামান্না। আবার কোনো কোনো ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন ‘রাধা’ তামান্না। ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন-এর প্রচারের জন্যই এই অভিনব ফটোশুট। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের কেউ কেউ ভূয়সী প্রশংসা করছেন। তবে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ।

নেটিজেনদের দাবি, ‘তামান্না ভাটিয়ার এমন ফটোশুট যৌন উসকানিমূলক! খোলামেলা পোশাক পরে কেন রাধা সেজেছেন তামান্না?’ অভিযোগকারীরা একটি বিবৃতিও প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে— ‘পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতার রং লাগাবেন না! এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের?’

বাবার যে শিক্ষা এখনো ভোলেননি অমিতাভ বচ্চন

বিতর্কের রোষে পড়ে সেই পোশাক বিপণন সংস্থার ফটোশুট সব মুছে ফেললেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেউ এই বিতর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি। উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী ২ ছবিতে আইটেম গানে মন জয় করে নিয়েছেন তামান্না। যা কিনা আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। সেই গানের প্রসঙ্গ টেনেও ওই রাধাকৃষ্ণ ফটোশুটের জেরে অভিনেত্রীকে অপমান করা হয়েছে।