৩ সেপ্টেম্বর ‘রানওয়ে লিপ কালার’ নামে নতুন লিপ কালার বাজারে আনতে যাচ্ছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড টম ফোর্ড। সিনেম্যাটিক ক্যাম্পেইনের জন্য ব্র্যান্ডটি মডেল হিসেবে বেছে নিয়েছে হলিউড আইকন অ্যাঞ্জেলিনা জোলিকে। করোনা–পরবর্তী সময়ে সৌন্দর্যশিল্পে ঠোঁটরাঙানো পণ্যের চাহিদা বেড়েছে।
তাই বিউটি ট্রেন্ডে লিপস্টিকের কদর অনেক বেশি। এ কথাটা মাথায় রেখে পূর্ব ও পশ্চিমের বিউটি ব্র্যান্ডগুলো নতুন প্রজন্মের লিপস্টিক তৈরিতে মনোযোগী হয়েছে। সেই ধারাবাহিকতায় বিখ্যাত মার্কিন ফ্যাশন ব্র্যান্ড টম ফোর্ডের নিজস্ব বিউটি ব্র্যান্ড ‘টম ফোর্ড বিউটি’র অধীনে নতুন লিপ কালার বাজারে আনতে যাচ্ছে। যাচ্ছে। নাম ‘রানওয়ে লিপ কালার’।
করোনা–পরবর্তী সময়ে সৌন্দর্যশিল্পে ঠোঁটরাঙানো পণ্যের চাহিদা বেড়েছে। তাই বিউটি ট্রেন্ডে লিপস্টিকের কদর অনেক বেশি। এ কথাটা মাথায় রেখে পূর্ব ও পশ্চিমের বিউটি ব্র্যান্ডগুলো নতুন প্রজন্মের লিপস্টিক তৈরিতে মনোযোগী হয়েছে। সেই ধারাবাহিকতায় বিখ্যাত মার্কিন ফ্যাশন ব্র্যান্ড টম ফোর্ডের নিজস্ব বিউটি ব্র্যান্ড ‘টম ফোর্ড বিউটি’র অধীনে নতুন লিপ কালার বাজারে আনতে যাচ্ছে। যাচ্ছে। নাম ‘রানওয়ে লিপ কালার’।ভালো মানের বিলাসবহুল মেকআপ পণ্য তৈরিতে টম ফোর্ড বিউটি অনেক বছর ধরে কাজ করছে।
সৌন্দর্য পণ্যের বৈশ্বিক বাজারে তাদের এ ধরনের পণ্যের অনেক চাহিদা রয়েছে। মেকআপপ্রেমীদের কাছে টম ফোর্ড বিউটির লিপস্টিকগুলো অনেক আগে থেকে বেশ জনপ্রিয়। তবে ব্র্যান্ডটি তাদের প্রতিটি পণ্যের মান আরও বেশি ভালো করা চেষ্টা করে আসছেন। এ জন্যই তারা নিয়ে আসছে ‘রানওয়ে লিপ কালার’। এই লিপস্টিকগুলো শুধু ঠোঁটই রাঙাবে না, পাশাপাশি যত্নও নেবে। কারণ, এর সঙ্গে উন্নত মানের হাইড্রেশন ফর্মুলা যোগ করা হয়েছে।
নতুন প্রোডাক্ট লঞ্চের পাশাপাশি এর প্রচারের জন্য একটি সিনেম্যাটিক ক্যাম্পেইন করছে টম ফোর্ড বিউটি। এ জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা মডেল হিসেবে তারা বেছে নিয়েছে হলিউড আইকন ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলিকে। কারণ, ব্র্যান্ডটি এই ক্যাম্পেইনের মাধ্যমে লিপস্টিকের প্রচারের পাশাপাশি নারীর সৌন্দর্য ও শক্তিকে সম্মান জানিয়ে সবাইকে একটি শক্তিশালী বার্তা দিতে চায়।
টম ফোর্ড বিউটি এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে বলা হয়েছে, ‘অনন্য পথিকৃৎ, জোলি নিজের মতামত প্রকাশে আপসহীন। তিনি নিজেকে পরিচালিত করেন অদম্য শক্তি আর আত্মবিশ্বাসে। অস্কার, গোল্ডেন গ্লোব ও টনি পুরস্কার বিজয়ী জোলি নিজেকে চলচ্চিত্র, থিয়েটার ও ফ্যাশনে একজন আন্তর্জাতিক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শিল্পী সত্তার ঊর্ধ্বে উঠে ২০ বছরের বেশি সময় ধরে তিনি শরণার্থী ও মানবাধিকারের মতো মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। সম্প্রতি তিনি অ্যাটেলিয়ের জোলি নামের একটি ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন। ব্র্যান্ডটি ফ্যাশনের সাসটেইনেবল বা টেকসই চর্চাকে কেন্দ্র রেখে, মানুষকে তাঁদের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করার সুযোগ করে দিয়েছে।’
টম ফোর্ড রানওয়ে লিপ কালার লাইনে থাকছে মোট ১৮ শেডের লিপস্টিক। এর মধ্যে ৮টি সম্পূর্ণ নতুন শেড। পাওয়া যাবে টম ফোর্ডের সব ব্র্যান্ড শপ ও অফিশিয়াল ওয়েবসাইটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।