বিনোদন ডেস্ক : লকডাউনে বাড়িতে নিজেই রান্না করছেন সাবেক কানাডিয়ান পর্ন তারকা এবং বর্তমানের বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু সবজি কাটতে গিয়ে তার হাত কেটে রক্তারক্তি কাণ্ড। স্ত্রীর আঙুলে রক্ত দেখে ভয় পেয়ে গেলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার।
কী করবেন ভেবে না পেয়ে যখন দিশেহারা, তখন বুঝলেন, সানি নিছক মজা করতেই এরকম করেছেন। নকল আঙুল আর রং দিয়ে তৈরি করেছেন রক্ত। যাতে স্বামী ড্যানিয়েল ফোন ছেড়ে সানির দিকে একটু নজর দেন। পুরো ঘটনাটির ভিডিও করেছেন নায়িকা।
ইদানিং ফোন নিয়েই বেশি ব্যস্ত থাকছেন ড্যানিয়েল। তাই তাকে জব্দ করতে এর আগেও একদিন সানি তার ফোন নিয়ে ড্যানিয়েলকে নিজের ঘরে আটকে রাখেন। যাতে ড্যানিয়েল মন দিয়ে গান লিখতে পারেন।
ভক্তদের মজা দিতে ইনস্টাগ্রামে প্রায়ই লাইভে আসেন সানি। কখনও সঙ্গে অতিথিদেরও রাখেন। কিন্তু ড্যানিয়েলকে জব্দ করতে এবার যে প্ল্যান করলেন, তাতে বেমালুম বোকা বনে গেছেন ড্যানিয়েল। বুঝতে পেরেছেন, সানির দিকেও তার নজর দেয়া দরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



