স্পোর্টস ডেস্ক : লকডাউনে ঘরবন্দি পুরো ভারত। সব ধরনের খেলাধুলা বন্ধ। খেলোয়াড়দর দিন কাটছে ঘরে বসে। ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক রোহিত শর্মারও দিন এভাবেই কাটছে। তবে শুধু শুয়ে বসে দিন কাটাচ্ছেন না তিনি। পরিবারের সঙ্গে কেমন ভাবে সময় কাটছে তার, তা রীতিমতো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোহিত।
ভিডিওতে দেখা গেছে, হিটম্যান সারাদিন ধরে কী করছেন। ঘরের মাঝেই তাকে অনুশীলন করতে দেখা গেছে। পাশাপাশি এক বছর বয়সী কন্যা সামাইরার সঙ্গে খেলতেও ভুলেননি রোহিত। স্ত্রী রীতিকা সাজদেহকে রান্নার কাজে সাহায্যের পাশাপাশি কাপড়ও কেচে দিচ্ছেন। লকডাউনে নিজের সময় কাটানোর খবর এভাবেই ভক্তদের দিচ্ছেন ক্রিকেটাররা। এর আগে শিখর ধাওয়ানও এমন ভিডিও পোস্ট করেছিলেন। উদ্দেশ্য, সাধারণ মানুষও যাতে লকডাউনে হতাশ না হয়ে ঘরের কাজ করে।
করোনাভাইরাস এভাবে খেলাধূলার দুনিয়ায় আঘাত না হানলে এই সময় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতেন রোহিত। গত ২৯ মার্চ মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচেই রোহিতদের প্রতিপক্ষ ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু এখন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে আইপিএল। ৩ মে পর্যন্ত সারা ভারতে দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।