Views: 46

আন্তর্জাতিক ওপার বাংলা

রান্নার সময় বিকট শব্দে ডিমের ‘বিস্ফোরণ’!

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে ডিমের কারি রান্নার জন্য পাড়ার একটি দোকান থেকে চারটি ডিম কিনে আনেন এক ব্যক্তি। সেই ডিমগুলো সিদ্ধ করার পর কড়াইয়ে গরম তেলে ভাজার জন্যে দেয়া হয়। আর তা দিতেই আচমকাই একটি ডিমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
সোমবার ভারতের হাওড়ার চারাবাগান এলাকার ঠাকুর রামকৃষ্ণ লেনের এক বাড়িতে ঘটনাটি ঘটেছে।


ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এতটা জোড়ে ডিমটি ফাটে যে তেল ছিটকে এসে ঝলসে যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি।

বিশ্বজিৎ জানান, বিস্ফোরণের ফলে ডিমের টুকরো ছিটকে পড়ে চারদিকে। কড়াইয়ের গরম তেল ছিটকে আসে গায়েও। মুখ ঢাকতে গিয়ে হাতে গরম তেল ছিটকে পড়ে।

তবে বিশ্বজিৎ দাবি করেছেন, ডিমটি নকল ছিল।

তিনি বলেন, ডিমের টুকরো তুলে দেখা যায় সেটি নকল এবং প্লাস্টিকের তৈরি ডিম।

এ বিষয়ে দেশটির স্থানীয় চ্যাটার্জিহাট থানা জানিয়েছে, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে প্লাস্টিকের ডিম কিংবা ড্রপ খাচ্ছে কুসুম, এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে। অনেকেই এমন অভিযোগ করে বলেন যে, ড্রপ খাচ্ছে কুসুম। সেটি প্লাস্টিকের বলে দাবি করা হয়।

অনেক সময় ডিম খারাপ থাকলে এ সমস্যা হতে পারে বলে দাবি ডিম ব্যবসায়ীদের।

সূত্র: কলকাতা টাইমস টোয়েন্টিফোর


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

ইরানকে থামাতে যৌথফ্রন্ট গড়ার আহ্বান জানালেন সৌদি বাদশাহ

Saiful Islam

টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় শাহিনবাগের ‘দাদি’

Saiful Islam

নভেম্বরে বাংলাদেশের কাছে করোনা ভ্যাকসিন বিক্রি করতে চায় রাশিয়া

Sabina Sami

ফের বিপদে জাকির নায়েক

globalgeek

আজানে নিষেধাজ্ঞা তুলে নিল জার্মান আদালত

globalgeek

প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো ওমান

Sabina Sami