রাবি প্রতিনিধি: ‘সুস্থ্য জাতি গঠনে নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যে রাজশাহীতে চতুর্থ প্রাণিসম্পদ সেমিনার এবং পোল্ট্রি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বাংলাদেশ লাইভস্টক সোসাইটির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শহিদুর রহমান খান, রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার মহাপরিচালক ডা. আব্দুল জাব্বার সিকদার এবং বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নাথুরাম শিকদার। এবারের অনুষ্ঠানে ৪টি ভিন্ন ক্যাটাগরিতে ১৫জনকে সম্মাননা প্রদান করা হয়।
মেলায় রাজশাহী অঞ্চলের প্রাণীসম্পদ উদ্যোক্তারাসহ কাজী ফার্মস, একমি ল্যাবরেটরি, ইন্টারসেপ্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সাইক গ্রুপ, রোভার রাজশাহী, হেক্সি গ্রুপ, জেসম এগ্রোভেট, ট্রেড গ্লোাবাল লিঃ, চিকস এন্ড ফিডসসহ ১০ টি প্রতিষ্ঠানের স্টল অংশ নেন। এতে প্রাণিসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।