আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দুই যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন।
রবিবার (২৪ মার্চ) ভোরে অধিকৃত ক্রিমিয়ায় এ হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এছাড়া একই সময়ে কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌবাহিনীর ব্যবহৃত একটি যোগাযোগ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
সামরিক বাহিনীর বিবৃতিতে কীভাবে এ হামলা চালানো হয়েছে তা জানায়নি। অন্যদিকে মস্কোপন্থি ক্রিমিয়ার এক কর্মকর্তা অঞ্চলটিতে ব্যাপক বিমান হামলার কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্রিমিয়ার সেভাস্তপোল থেকে আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত ১০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা সেনারা সফলভাবে রুশ যুদ্ধজাহাজ আজভ ও ইয়ামালে হামলা চালিয়েছে। এছাড়া তারা কৃষ্ণ সাগর নৌবহরের যোগাযোগকেন্দ্র এবং কয়েকটি অবকাঠামোতেও হামলা চালিয়েছে।
সেভাস্তপোলের রুশপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে জানান, শার্পনেল সেখানকার তিনটি বাড়িতে আঘাত হেনেছে। এতে করে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি আরও জানান, ইউক্রেনের হামলায় যোগাযোগ অবকাঠামোয় হামলা হয়েছে। এতে করে যাত্রীবাহী নৌকা ও বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাঁচটি নৌকার জানালা ভেঙে গেছে।
গভর্নর জানান, হামলার শিকার হওয়া যানবাহনের মধ্যে তিনটি প্যাসেঞ্জার বাস, ১৩টি স্কুল বাস এবং একটি ট্রলি বাস রয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এ ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হতে পারেনি।
গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। এত দিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই।
কয়েক দিন আগে ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুই জানান, শান্তি আলোচনায় মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে।
ইউরোপ সফর শেষে বেইজিংয়ে গণমাধ্যম ও কূটনীতিকদের ব্রিফিংয়ে লি বলেন, সংকট সমাধানে কিয়েভ ও মস্কো এখানো অনেক দূরে আছে। তবে দুপক্ষই এটা স্বীকার করে যে, আলোচনাই এই সংকট সমাধানের সেরা উপায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।