মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তিনি চান ২০১০ সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধ রাখার চুক্তি নিউ স্টার্ট বহাল থাকুক। সম্প্রতি স্কটল্যান্ড সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, এটা এমন একটা চুক্তি, যেটার মেয়াদ ফুরিয়ে যাওয়া আপনি চাইবেন না। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। রয়টার্স
২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিলে চুক্তিটি পাঁচ বছরের জন্য নবায়ন করেছিলেন, যা ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি কৌশলগত ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বাহন মোতায়েন করতে পারে।
ট্রাম্প এর আগে তার প্রথম মেয়াদে এই চুক্তি নবায়নের বিরোধিতা করেছিলেন এবং চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, যা চীন প্রত্যাখ্যান করে। তবে এবার তিনি বলেন, পারমাণবিক সীমাবদ্ধতা তুলে নিলে সেটি ‘বড় সমস্যা হয়ে দাঁড়ায়’।
তিনি আরও উল্লেখ করেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক।
এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিউ স্টার্ট চুক্তি শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আরও কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, যা পারস্পরিক বিশ্বাস ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, যার পেছনে রয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের পারমাণবিক হুমকি এবং তার তৈরি নতুন অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।