আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সংসদে মঙ্গলবার ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি তার বক্তব্যে বলেছেন, রাশিয়ানদের বিপক্ষে এ যুদ্ধে জয় পাবে ইউক্রেন। ইউক্রেন আবার একটি স্বাধীন দেশ হবে।
বরিস জনসন বলেন, আপনাদের জন্য আমার একটি বার্তা আছে। ইউক্রেন জিতবে। ইউক্রেন ফের স্বাধীন হবে।
তিনি ইউক্রেনের আইন প্রণেতাদের উদ্দেশে আরও বলেন, আপনারাই আপনাদের ভাগ্যের মূল। কেই ইউক্রেনীয়দের ওপর কিছু চাপিয়ে দিতে পারবে না এবং ইউক্রেনীয়দের ওপর চাপিয়ে দেওয়া উচিৎ না।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি ও তার দেশ যে ইউক্রেনের পাশে আছে সেটি বোঝাতে হঠাৎ করেই কিয়েভে চলে গিয়েছিলেন বরিস।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে বিভিন্ন সামরিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
আর এসব কারণে বরিস জনসনের ওপর বেশ ক্ষীপ্ত হয়েছে রাশিয়া।
তারা বরিস জনসনকে সবচেয়ে বড় রাশিয়া বিরোধী হিসেবে আখ্যায়িত করেছিল।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।