আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছে কখনো নিজেদের তৈরি বায়রাকতার টিবি-২ ড্রোন বিক্রি করবে না তুরস্কের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়রাকতার। গণমাধ্যম সিএনএনের কাছে এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও।
সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বায়রাকতারের সিইও হালুক বায়রাকতার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ইউক্রেন বর্তমানে (রুশ) আগ্রাসন এবং অসামঞ্জস্য আক্রমণের মুখে আছে। আর এ কারণে রাশিয়ার কাছে আমরা এই ড্রোনগুলো বিক্রি করব না।’
এর আগে তুরস্কের তৈরি ২০টি বায়রাকতার টিবি-২ ড্রোন কিনেছে ইউক্রেন। আর তাদের এসব ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনারা।
সিএনএনের উপস্থাপক জুলিয়া চেটার্লির পুনরায় করা একই প্রশ্নের জবাবে সিইও হালুক বায়রাকতার বলেন, আমরা তাদের (রাশিয়াকে) এখন পর্যন্ত কোনো কিছু দেইনি। আর আমরা কখনো তাদের কোনো কিছু সরবরাহ করব না। কারণ আমরা ইউক্রেনকে সমর্থন করি। আমরা তাদের সার্বভৌমতাকে সমর্থন করি। তাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার প্রচেষ্টাকে সমর্থন করি।
সূত্র : আল জাজিরা, সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।