আন্তর্জাতিক ডেস্ক : পাইপলাইনের অক্ষত অংশ দিয়ে ইউরোপকে গ্যাস নেয়ার সুযোগ দিতে চেয়েছেন ভ্লাদিমির পুটিন৷ তবে জার্মানি জানিয়েছে, আগের সেই আস্থা নেই বলে রাশিয়ার কাছ থেকে এখন গ্যাস নেয়া সম্ভব নয়৷
গত ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের দুটি সংযোগ এবং নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের দুটির মধ্যে একটি সংযোগ ফেটে যায়৷ এর ফলে বাধ্য হয়ে প্রচুর গ্যাস বাল্টিক সাগরে ছেড়ে দেয়া হয়৷
বুধবার মস্কোয় অনুষ্ঠিত এক জ্বালানি সম্মেলনে নর্ড স্ট্রিম-২-এর অক্ষত অংশ দিয়ে ইউরোপকে গ্যাস নেয়ার অফার দিয়ে রুশ প্রেসিডেন্ট পুটিন বলেন, বল এখন ইইউর কোর্টে৷ তারা যদি চায় তাহলে কল খুলে দেয়া হবে, ব্যস৷
এ সময় রাশিয়ার জ্বালানি কোম্পানি গাসপ্রম-এর প্রধান আলেক্সেই মিলার জানান, নর্ড স্ট্রিম পাইপ লাইন মেরামত করতে অন্তত এক বছর সময় লাগবে৷ সম্মেলনে ইউরোপের জন্য আশঙ্কার কথাও বলেন তিনি৷ তার মতে, এখন যে পরিমাণ গ্যাস মুজদ করা আছে তাতে ইউরোপ আগামী শীতটা ভালোভাবে পার করতে পারবেই এমন নিশ্চয়তা দেয়া যাবে না৷
তবে জার্মান সরকারের মুখপাত্র ক্রিস্টিয়ান হফমান জানিয়েছেন পুটিনের কথায় এখন আর জার্মানি গ্যাস নেবে না৷ নর্ড স্ট্রিম-২ থেকে গ্যাস নেয়ার অফার জার্মানি একেবারে খারিজ করে দিচ্ছে কিনা- সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে ক্রিস্টিয়ান হফমানের সরাসরি জবাব, জার্মানির এমন অবস্থানের কারণ জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি সরবরাহকারী হিসেবে রাশিয়াকে আর আগের মতো নির্ভরযোগ্য মনে করা যায় না৷ নর্ড স্ট্রিম-১ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেও কিন্তু সেখানে গ্যাসের কোনো প্রবাহ ছিল না৷
সেপ্টেম্বরের শুরুর দিকেই কারিগরি সমস্যার কথা বলে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া৷ অন্য পাইপলাইন, অর্থাৎ নর্ড স্ট্রিম-২ দিয়ে সরবরাহ জার্মানির আপত্তির কারণেই বন্ধ করতে বাধ্য হয়েছিল রাশিয়া৷ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কারণে নর্ড স্ট্রিম-২ দিয়ে গ্যাস সরবরাহের অনুমোদনই দেয়নি জার্মানি৷
জার্মানিসহ ইউরোপের অনেক দেশ ইউক্রেন যুদ্ধ শুরুর পরই জ্বালানির বিষয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে বিকল্প গ্যাস সরবরাহকারীর সন্ধানে নেমে পড়ে৷ জার্মানি তখন থেকেই শীত মৌসুমের জন্য পর্যাপ্ত গ্যাস মজুদের দিকে মনযোগ দেয়৷ জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে মজুদ ক্ষমতার শতকরা ৯৫ গ্যাস মজুদ করে রেখেছে জার্মানি৷ তা দিয়ে আসন্ন শীত অনায়াসে পার করা যাবে বলে মনে করেন তারা৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।