স্পোর্টস ডেস্ক : ফুটবল জগত একাট্টা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। একের পর একে দেশ অপারগতা জানাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে। তাদের চাওয়া উয়েফা ও ফিফা নিষিদ্ধ করুক রাশিয়াকে। আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএনের লন্ডন প্রতিনিধি জানিয়েছেন ,সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি দেশ একযোগে সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাশিয়ার সঙ্গে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে না।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা। কিন্তু পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র উভয়ই রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে আগেই। তাদের পদাঙ্ক অনুসরণ করে ইংল্যান্ড ও সুইডেনও রাশিয়ার প্রতিপক্ষ হতে চায় না। এবার আরও কয়েকটি দেশ সেই তালিকায় নাম লেখাল।
সিএনএন জানিয়েছে, নতুন করে রাশিয়ার বিরুদ্ধে খেলতে চায় না এমন দেশের তালিকায় আছে ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড ও আলবেনিয়া।
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল প্রীতির পাঞ্জাব কিংস
সুইস ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২২ এর ওমেন্স ইউরো আসরে রাশিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের জন্যও এই সিদ্ধান্ত মেনে চলা হবে।’ অর্থাৎ আসন্ন ইউরোতে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচটি খেলবে না সুইস নারী দল। ম্যাচটি ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্কটিশ ফুটবল ফেডারেশনের পক্ষে তাদের সভাপতি রব পেট্রিই এক বার্তায় ইউক্রেন ফুটবল ফেডারেশনকে তাদের সমর্থন, বন্ধুত্বপূর্ণ শুভকামনা ও ঐক্যমত ব্যক্ত করেন।
বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফের সেমিফাইনালে আগামী ২৪ মার্চ স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে মুখোমুখি হওয়ার কথা স্কটল্যান্ড ও ইউক্রেনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।