আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং শি বুধবার চীনে সাক্ষাত করেছেন।
আর এ বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উপরের দিকে, যুগান্তকারী ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি আছে চীন। খবর বিবিসির।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার সম্পর্কের বন্ধনটি যে পরীক্ষার মধ্যে পড়েছিল সেটি তারা ভালোভাবেই অতিক্রম করেছেন।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা দেশগুলো চীনকে অব্যহতভাবে চাপ দিচ্ছে তারা যেন রাশিয়ার সমালোচনা করে ও রাশিয়ার কাছ থেকে দূরত্ব তৈরি করে।
কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যাওয়ার পর দেশটি সরাসরি জানিয়ে দিল, রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করবে না বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার কোনো সমালোচনাও করেননি। উল্টো তিনি বলেছেন, ইউক্রেনের এ সমস্যা তৈরি হয়েছে ইউরোপের নিরাপত্তা সংঘাতের কারণে।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন চলমান বিশেষ সামরিক অভিযান সম্পর্কে ধারণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
লাভরভ জানিয়েছেন, চীন ও রাশিয়া দুই দেশই সাম্রাজ্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধী।তাছাড়া তারা জাতিসংঘের নীতি বজায় রাখার কাজও করে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।