আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার বিষয়ে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। ১৪৩ ভোটে এই প্রস্তাব পাস হয়। এই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোট দেয়নি।
অন্যদিকে রাশিয়াসহ এই প্রস্তাবের বিরোধিতা করেছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিরারাগুয়া। বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।
সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াকে গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের সাধারণ পরিষদে আলবেনিয়া একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করে।
প্রস্তাবে রুশ ফেডারেশনে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারেরও দাবি করা হয়। এ সময় আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।
BREAKING
The UN General Assembly adopted a resolution that condemns #Russia‘s “illegal so-called referendums” in regions within #Ukraine‘s internationally-recognized borders, and demands it reverses its annexation declaration.
In favour: 143
Against: 5
Abstentions: 35 pic.twitter.com/MDDIapqTGv
— UN News (@UN_News_Centre) October 12, 2022
এদিকে নিন্দা প্রস্তাব পাসে সমর্থন দেওয়ায় দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় তিনি বলেন, বিশ্বের বক্তব্য ছিল যুক্তিকরণের (রাশিয়ার) চেষ্টা মূল্যহীন ও স্বাধীন দেশগুলো কখনই তা স্বীকৃতি দেবে না। ইউক্রেনে নিজেদের ভূমি ফিরিয়ে আনবে।
মুসলিম পুরুষের একাধিক বিয়ে নিয়ে নতুন যে ব্যাখ্যা দিলেন এলাহাবাদ হাইকোর্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।