আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কিছু ব্যাংক ও অন্যান্য সংস্থার সাথে জ্বালানি সংক্রান্ত লেনেদেনের অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিবার ব্যাংক, ভিটিবি ব্যাংক, আলফা ব্যাংক ও অন্যান্য কিছু প্রতিষ্ঠানের সাথে লেনদেনের জন্য মার্কিন ট্রেজারি বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন এই সিদ্ধান্তে ৫ ডিসেম্বর পর্যন্ত লেনদেন করা যাবে। টিআরটি ওয়ার্ল্ড।
মার্কিন ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল জানিয়েছে, রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক, সোভকম ব্যাংক, ভেনেশেকোনম ব্যাংক এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলোর সাথে লেনদেনের অনুমোদনের সাধারণ লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়েছে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলপ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার জীবাশ্ম জ্বালানি আমদানি নিষিদ্ধ করে। এছাড়া দেশটির ওপর আরও বেশকিছু শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার যে ক্ষতি হওয়ার আশঙ্কা করছিল পশ্চিমারা, পরিস্থিতি সে রকম হয়নি। বরং উল্টো ফল হয়েছে। রাশিয়া দাবি করে আসছে, তেল নিষেধাজ্ঞার পর থেকে তেল রপ্তানি থেকে তাদের আয় কমেনি।
ইউরোপে গ্যাস প্রবাহ কমার আশঙ্কা: ইউরোপে রাশিয়ান প্রাকৃতিক গ্যাস সরবরাহ এই বছর প্রায় ৪০ শতাংশ কমে যাবে আশঙ্কা করছে রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। সংস্থাটি বলছে, কানাডিয়ান নিষেধাজ্ঞার কারণে জার্মান প্রতিষ্ঠান সিমেন্স এনার্জি তার মেরামতকৃত সরঞ্জাম সরবরাহ করতে বাধা পাচ্ছে। এ কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ার এই আশঙ্কা।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ রিপোর্ট করেছে, জার্মানির ইউটিলিটি নেটওয়ার্ক এজেন্সি জানিয়েছে, গ্যাস প্রবাহ এখনও মারাত্মকভাবে কমে যায়নি। বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মধ্য দিয়ে গ্যাসের প্রবাহ কমে যাওয়ার বিষয়টি সাময়িক। এর আগে রাশিয়া ডেনমার্ক এবং নেদারল্যান্ডে গ্যাস বন্ধের ঘোষণা করেছিল।
রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপের অনেক দেশ। এজন্য রাশিয়ান গ্যাজপ্রম ইউরোপীয় ভোক্তাদের অনুরোধে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ইউরোপ জ্বালানি চাহিদা মেটাতে বিকল্প নানা পদক্ষেপের কথা চিন্তা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।