আন্তর্জাতিক ডেস্ক : শস্য রপ্তানি চালু করতে কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পর্যালোচনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। শস্য রফতানি চালু করার আহ্বান জানালেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে শস্য রপ্তানির সুযোহ দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
স্প্যানিশ প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলসের সঙ্গে মাদ্রিদে সাক্ষাৎ শেষে ওয়ালেস সাংবাদিকদের বলেন, রাশিয়াকে অবশ্যই ‘সঠিক কাজটি করতে হবে’।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি তুরস্কের মতো কৃষ্ণ সাগরের দেশগুলোকে ইউক্রেনীয় শস্যের চালানকে পাহারা দিয়ে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।
গত সপ্তাহেই ইউক্রেন থেকে শস্য রপ্তানি চালুর জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ।
এ ব্যাপারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে বলেছিলেন, এসব বন্দর বন্ধ রাখার ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন। দেশটি বেশিরভাগ শস্য রফতানির জন্য সমুদ্র বন্দর ব্যবহার করত। তবে এখন ট্রেন এবং এর ছোট দানিউব নদীর বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করছে ইউক্রেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।