Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হাত থেকে দেশকে রক্ষার জন্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিচ্ছেন তারা।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডে লিয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
জেলেনস্কি আরও বলেন, এর আগে জার্মানির প্রতিশ্রুতি দেওয়া আকাশ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য সরবরাহের বিষয়ে ইউক্রেন ইসরাইলের কাছ থেকে এখনও ইতিবাচক প্রতিক্রিয়া পায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র যদি মার্কিন-নির্মিত হিমার্স রকেট সিস্টেমের জন্য ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তাহলে তারা ‘রেড লাইন’ অতিক্রম করবে। এছাড়া যুক্তরাষ্ট্রও এই সংঘাতে জড়িয়ে গেছে মনে করা বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।