Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া।
দেশটির কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ শুক্রবার এক বিবৃতিতে ওই বিধিনিষেধ আরোপ করে। খবর বিবিসি ও আরাদোলুর।
রাশিযার বিভিন্ন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের ফেসবুক পেজ বন্ধ করতে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুক জানিয়েছে, তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ফেক্ট চেক বন্ধ না করায় এ পদক্ষেপ নিয়েছে মস্কো। কিন্তু তারা তাদের নীতি থেকে সরে আসবে না বলেও জানিয়েছে।
তবে ফেসবুক ছাড়া অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসছে কিনা তা জানা যায়নি।
এর আগে ২০২১ সালে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।
বিয়ের পিঁড়ি থেকে হানিমুনে না গিয়ে যুদ্ধের ময়দানে ইউক্রেনের নবদম্পতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।