আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার সাংবাদিক মারিনা ওভসিওনিকোভাকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। তিনি কিছুদিন জার্মান সংবাদমাধ্যমেও কাজ করেছেন। খবর ডয়চে ভেলে’র।
রাশিয়ার বিখ্যাত টেলিভিশন সাংবাদিক মারিনা ওভসিওনিকোভা অনুষ্ঠান চলাকালীন একটি যুদ্ধবিরোধী মন্তব্য করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদমাধ্যমের দাবি। তবে পুলিশ এবিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে কিছুদিন জার্মানির একটি সংবাদমাধ্যমে কাজ করেছেন মারিনা।
মারিনার আইনজীবী দিমিত্রি জাখভাতোভ জানিয়েছেন, মারিনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো তাকে জানানো হয়নি। একটি মিনিবাসে করে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে, সমাজমাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়েছে। একাধিক সাংবাদিক দাবি করেছেন, মারিনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে হবে।
শুক্রবার একটি যুদ্ধবিরোধী মন্তব্য করেছিলেন মারিনা। তার আগে, গত মার্চ মাসে পোস্টার হাতে যুদ্ধের প্রতিবাদ করেছিলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে হত্যাকারী হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। যুদ্ধের জন্য ক্রেমলিনকে দায়ী করেছিলেন। মার্চের পর রাশিয়া ছেড়ে চলে গেছিলেন তিনি। জার্মানি এবং ইউক্রেনে ছিলেন। সন্তানদের রক্ষাণাবেক্ষণ সংক্রান্ত একটি মামলার জন্য সম্প্রতি তিনি রাশিয়ায় এসেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।