Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া, ইরান ও আর্মেনিয়ায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়মভঙ্গের অভিযোগে মোট ৩৭৩টি একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) টুইটার জানিয়েছে যে সংস্থাটির বেশকিছু নিয়মভঙ্গের কারণে ইরানে ২৩৪টি একাউন্ট মুছে ফেলা হয়েছে।
রাশিয়ার ১০০ টুইটার একাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা জানান, টুইটার একাউন্ট ব্লক করার কারণ তদন্ত করবে মস্কো।
এদিকে, আর্মেনিয়ার ৩৫টি একাউন্ট বন্ধের ঘোষণা দিয়ে টুইটার জানায় যে ওইসব একাউন্ট আজারবাইজানকে কেন্দ্র করে খোলা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।