আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-সৌদি সম্পর্ক ‘রিয়াদের আবহাওয়ার মতো উষ্ণ’ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার গণমাধ্যমকে প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ কথা বলেন। খবর রয়টার্সের।
আবদুল আজিজ বিন সালমান ও নোভাকের মধ্যে বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে সময় সূচিতে না থাকলেও হঠাৎ করেই উপস্থিত হন আবদুল আজিজ বিন সালমান।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, রাশিয়া ২০২২ সালের পরেও ওপেক প্লাস তেল উৎপাদন চুক্তির মধ্যে সহযোগিতা চালিয়ে যেতে পারে।
তিনি বলেন, সবকিছুই নির্ভর করবে বাজারের পরিস্থিতির ওপর। এর জন্য কোনো কোটা লাগবে নাকি এটা চার্টার-ভিত্তিক সহযোগিতা হবে, সেটা বছরের শেষের দিকে স্পষ্ট হবে।
নোভাক আরও বলেন, বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ ছিল এবং কর্মকর্তারা তেলের দাম এবং ভারসাম্যের পূর্বাভাস নিয়ে আলোচনা করেছেন।
ওপেক প্লাসের অংশীদাররা রাশিয়ার কম উৎপাদনের বিষয়ে অভিযোগ করছে কিনা এমন প্রশ্নের জবাবে নোভাক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কিছু অনিশ্চয়তা সত্ত্বেও আমরা বর্তমান পরিস্থিতি (বিশ্ব তেলের বাজারে) ভারসাম্যপূর্ণ হিসেবে দেখছি।
না স্বামী, না সন্তান; ৩০৭ কোটির বিপুল সম্পতির মালিক কে হবে জানালেন রেখা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।