আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন নেতা ভলোদমির জেলেনস্কিকে পুনরায় আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এর সুস্পষ্ট জবাব দেবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের প্রেক্ষিতে বাইডেন টেলিফোনে জেলেনস্কিকে জানিয়েছেন, মস্কো যদি হামলা চালায় তবে ওয়াশিংটন এবং এর মিত্ররা এর চুড়ান্ত জবাব দেবে।
এদিকে জেলেনস্কিকে আশ্বস্ত করার কয়েক দিন আগে বাইডেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, মস্কো কোন হামলা চালালে এর পরিণাম হবে ভয়াবহ।
এদিকে বাইডেনের সাথে কথা বলার পর জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনের প্রশংসা করেছেন।
ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় আগামী ৯ ও ১০ জানুয়ারি উচ্চ পর্যায়ের রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনায় বসছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। পুতিন ইতোমধ্যে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রাশিয়া এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।