বিনোদন ডেস্ক : হঠাৎ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে এখন ব্যাপক আলোচনায় রয়েছেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। একজন শিষ্য/ছাত্রকে বেধড়ক মারধরের সেই ভিডিও বেশ তোলপাড় ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। গায়কের সমালোচনায় মুখর সবাই। সেই ভিডিও প্রসঙ্গে নিজের মতামত জানালেন জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা।
‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘তিতলি’ গানের গায়িকার মতে, রাহাতের এই আচরণ মেনে নেওয়ার মতো নয়।
চিন্ময়ী তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন, যেখানে রাহাত ফাতেহ আলি খানকে বার বার সেই ব্যক্তিকে জুতাপেটাসহ চড় ও লাথি মারতে দেখা গেছে। ক্যাপশনে চিন্ময়ী লিখেছেন, ‘এই লোকদের মধ্যে কেউ কেউ জনসমক্ষে এমন ভদ্র, মৃদুভাষীর মতো আচরণ করে, কেউ কখনই ভাববে না যে তারা এমন অমানবিক আচরণ করতে সক্ষম। আগে যদি ক্যামেরা থাকত, তাহলে আমরা যাদেরকে মহান বলে জানি তাদের আসল রুপ দেখা যেত।
এটা ভয়ঙ্কর!’
এদিকে ভিডিও ভাইরাল হতেই বিষয়টি ব্যাখ্যা করতে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন রাহাত ফাতেহ আলী খান। যে ছাত্রকে তিনি মারধর করেছিলেন, তাকে নিয়েই ভিডিওতে হাজির হয়েছিলেন গায়ক। রাহাত দাবি করেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন শিষ্য ও কর্মীদের ভালোবাসেন, তেমনই তারা দোষ করলে সাজাও দেন।
রাহাতের সেই ভিডিওটিও শেয়ার করেছেন চিন্ময়ী। শেয়ার করে লিখেছেন, ‘তিনি এখানে যা বলে ন্যায্যতা দিয়েছেন যে ছাত্র ভাল করলে শিক্ষক তাদের প্রতি ভালবাসা প্রদর্শন করে এবং তারা ভুল করলে তার শাস্তিও কঠোর হয়- এসব কোনো গুরুর ক্ষেত্রে যায় না। গুরুরা তাদের অবস্থান থেকে দেবতা সমান। তারা যে বিশ্বাস/ধর্ম পালন করুক না কেন- সীমালঙ্ঘন, হিংসা, মানসিক নির্যাতন থেকে শুরু করে যৌন বা শারীরিক নির্যাতনের মতো কাজ তাদের সাথে যায় না। এসব বন্ধ করা দরকার।
’
চিন্ময়ীর সেই পোস্টে সমর্থন জানিয়েছেন অনেক অনুরাগী। তাদের মতে, গায়ে হাত তোলাটা আসলে অমানবিক। রাহাত ফাতেহ আলী খানের এই আচরণ অপ্রত্যাশিত। কেউ কেউ বলছেন, বাইরে কেউ বিখ্যাত হলেও ব্যক্তি জীবনে আসলে সবাই ভিন্ন।
রাহাত ফাতেহ আলী খান শুধু পাকিস্তানেরই নন, ভারতেরও তুমুল জনপ্রিয় একজন গায়ক। বলিউডে অসংখ্য গান গেয়েছেন তিনি। ‘তেরি মেরি’, ‘জিয়া ধারাক ধারাক’, ‘বোল না হালকে হালকে’র মতো অসংখ্য জনপ্রিয় হিন্দি গান গেয়েছেন তিনি, যা আজও শ্রোতাদের প্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।