রিকশা চালাচ্ছেন বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়েও ভক্তদের ভালোবাসা কুড়িয়ে থাকেন তিনি। বাপ্পী এবার সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন রিকশা চালিয়ে।

বাপ্পি

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বাপ্পী নিজেই রিকশা চালানোর দুটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন।

ছবির ক্যাপশনে বাপ্পী বলছেন, ‘কিছুদিন আগেই একজন পরিচালক আমাকে বলেছিল, বাপ্পী তোমার সিনেমার দর্শক রিকশাচালক, গার্মেন্টসকর্মী, নিম্ন শ্রেণির। তোমাকে আরও আপার গ্রেড হতে হবে, আমাদের সাথে কাজ করতে হলে। কিন্তু এই নিম্ন শ্রেণির মানুষগুলোই আমাকে ভালোবাসা দিয়েছে, তারাই আমাকে বাপ্পী চৌধুরী বানিয়েছে আজকে।’

‘ভালোবাসার রঙ’ খ্যাত এই নায়ক আরও যোগ করেন, ‘সকল রিকশাচালক, গার্মেন্টকর্মী, নিম্ন শ্রেণির মানুষদের আমি আমার অন্তর থেকে ভালোবাসি। একদিন তারাই আমাকে গর্বিত করবে।’

বাপ্পীর এমন কাজের প্রশংসা করে ঢাকাই সিনেমার আরেক নায়ক জয় চৌধুরী বলেছেন, ‘ওয়েল ডান ব্রাদার’।

মো. রবিন নামে একজনের মন্তব্য, ‘একটা মানুষের কতটুকু মন-মানসিকতা ভালো হতে পারে তা বুঝিয়ে দিয়েছে আমার ভাই। শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য সব সময় শুভকামনা রইল।’

ফারজানা আক্তার নূপুর নামে একজন লিখেছেন, ‘আমরা আপনাকে নিয়ে গর্বিত ঢালিউড সুলতান। আপনি সারা জীবন এমনই থাকবেন।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

হঠাৎ ট্রাকে পরীমনি! নাচছেন বাজনার তালে তালে