জুমবাংলা ডেস্ক : মিয়ানমার ইস্যু নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে পাগলের প্রলাপ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
রিজভীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনের পর তাদের আশা ছিল বহিঃবিশ্বের কাছে বাংলাদেশের অবস্থান নড়বড়ে হবে। কিন্তু যখন সারা বিশ্বের সরকার প্রধানরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সেটি দেখে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই এখন তারা পাগলের প্রলাপ বকছেন।
এর আগে গতকাল (সোমবার) নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনার পর সরকার ‘নিশ্চুপ’ ভূমিকায় আছে। সরকারের ‘নতজানু’ নীতির কারণেই আজকে আমাদের সীমান্তে ভয়ংকর অবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।