শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, সম্প্রতি এক বছরে দেশে সর্বোচ্চ ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন করে রেমিট্যান্স আসছে। ফলে খুব শিগগিরই রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
তিনি বলেন, খুব শিগগিরই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা হবে। টুডে অর টুমোরো আমরা কিন্তু মার্কেটবেস লেনদেনে যাব।
বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করার চিন্তা করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে করোনার মধ্যে রিজার্ভ ৪৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছিল। তবে, ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করায় দেশে রিজার্ভ কমে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
বৈদেশিক মুদ্রার হার বাজারভিত্তিক করা হবে, অর্থমন্ত্রীর ঘোষণা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।