আন্তর্জাতিক ডেস্ক : বর্ণবাদ ও করোনাভাইরাস মহামারির কারণে তীব্র সমালোচনার মুখে থাকা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকানদের আনুষ্ঠানিক মনোনয়নে সম্মতি দিলেন। এরপর তার বক্তব্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট।
গতকাল (২৭ আগস্ট) বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সমাবেশে ট্রাম্প জনগণকে সতর্ক করে বলেছেন, তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বাইডেন আমেরিকান গৌরবোজ্জ্বল অধ্যায়কে ধ্বংস করে দিতে চান। সাবেক এই সেলেব্রিটি রিয়েল এস্টেট ডেভেলপারের দাবি, যুক্তরাষ্ট্র ঘিরে তৈরি হওয়া সংকট বাইডেন প্রেসিডেন্ট হলে আরও বাড়বে।
ট্রাম্প বলেছেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আমরা আমেরিকান স্বপ্নকে রক্ষা করতে পারবো কিনা। জো বাইডেন আমেরিকার রক্ষাকর্তা নয়। তিনি আমেরিকার জন্য ধ্বংসাত্মক একজন, যদি তাকে সুযোগ দেন তাহলে আমেরিকার গৌরবকে ধ্বংস করে দেবেন তিনি।’
তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও একই কথা বলেছেন, ‘ওয়াশিংটন বাবাকে ঘৃণা করে, কারণ তিনি এর কপটতা ফাঁস করেছেন। ওয়াশিংটনকে বদলে দিয়েছেন তিনি। হোয়াইট হাউজের এই যোদ্ধার কাছ থেকে আরও চার বছর নেতৃত্ব প্রয়োজন আমেরিকার।’
বাইডেনের সমালোচনা করে ইভাঙ্কা বলেছেন, ‘তিনি হলেন কূপমন্ডুক, যিনি সেটাই করবেন যা মিডিয়া ও তার দলের লোকজন চাইবে।’
মেয়ের বক্তব্য শেষে হোয়াইট হাউজের সাউথ লন থেকে রিপাবলিকান সমাবেশের শেষ দিনে বক্তব্য রাখেন ট্রাম্প। ডেমোক্রেটিক দলের নেতৃত্বে আমেরিকায় যে বিশৃঙ্খলা আর অরাজকতা তৈরি হয় তাই তার বক্তব্যে তুলে ধরেছেন প্রেসিডেন্ট।
ট্রাম্পের সমালোচনার জবাবে বাইডেন টুইটারে লিখেছেন, ‘যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আপনি জো বাইডেনের আমেরিকায় নিরাপদে থাকবেন না, তখন চারদিক তাকান এবং নিজেকে জিজ্ঞাসা করুন: আপনি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় কতটা নিরাপদ?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।