বিনোদন ডেস্ক: আর মাত্র তিনদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে দেশের কোরবানির হাটগুলো। যে যার পছন্দের পশু কিনতে ছুঁটে যাচ্ছেন বিভিন্ন হাটে।
তবে সবাই যে হাটে গিয়েই কোরবানির পশু কিনছেন এমনও কিন্তু নয়। কেউ কেউ অনলাইন থেকেও নিজের পছন্দের গরু-ছাগল কিনে নিচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক রিয়াজ।
এ বছর তিনি অনলাইন থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন। রিয়াজ বলেন, ‘এখন তো খুব সহজ হয়ে গেছে। আগের মতো কষ্ট করতে হয় না। খুব সহজেই পছন্দের গরু ক্রয় করা যায় অনলাইন থেকে। এরই মধ্যে কয়েকটা গরু দেখেছি অনলাইনে। সেখান থেকেই একটা কিনে নিবো।’
বেশ কয়েক বছর ধরে অনলাইনে গরুর হাটের কার্যক্রম চলছে। তবে এটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে গত দুই বছরে। মহামারি করোনার কারণে প্রচলিত পশুর হাটের ওপর সরকার কড়াকড়ি আরোপ করায় গতি পায় অনলাইন হাট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।