শাওমি রেডমি k50 pro মডেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। k50 pro হচ্ছে ভবিষ্যৎ এ বাজারে রিলিজ হতে যাওয়া শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হবে। সবথেকে অবাক করা বিষয় হবে এখানে হাই রেজুলেশন ক্যামেরা ব্যবহার করা হবে যা হবে ২০০ মেগাপিক্সেলের। যদি ফাঁস হওয়া তথ্য সঠিক হয় তাহলে এটা হবে শাওমির প্রথম কোন ফ্ল্যাগশিপ ফোন যেখানে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে যাচ্ছে।
শাওমির ফোনটিতে সত্যিই যদি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকে তাহলে আপনি একে ‘ক্যামেরা পাওয়ারহাউজ’ বলতেই পারেন। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার থাকতে পারে যেমন ১২০ ওয়াট চার্জিং সক্ষমতা এবং ৫ হাজার মেগাহার্জের বিশাল ব্যাটারি।
স্মার্টফোনটিতে ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। প্রযুক্তিপ্রেমীরা এমনটাই আশা করছেন। মেইন ক্যামেরার সাথে আপনাকে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স থাকতে পারে। সেলফি ক্যামেরা হবে ২০ পেগাপিক্সেলের।
ধারণা করা হচ্ছে এটার র্যাম হবে আট জিবি এবং স্টোরেজ হবে ১২৮ জিবি। তবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এর ভেরিয়েন্ট থাকতে পারে। আপাতত redmi k50s মডেলটি চীনেরি সর্বপ্রথম রিলিজ করা হবে ।
শাওমি সাধারণত এই সিরিজের ডিভাইসকে অন্য নাম দিয়ে বিশ্বব্যাপী লঞ্চ করে। এটির গ্লোবাল ব্র্যান্ড POCO ফোন হিসেবে পরিচিত। রেডমি কে 50 গেমিং ফোনটি বিশ্বব্যাপী পোকো এফ ফোর জিটি নামে লঞ্চ করা হয়েছিল। আশা করা হচ্ছে স্মার্টফোনটি চিনে রিলিজ হওয়ার পর বিশ্বব্যাপী 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ POCO ব্র্যান্ড হিসেবে আসবে। আরো চমকপ্রদ তথ্যের জন্য আগ্রহী কাস্টমারদের অপেক্ষা করতে হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel