আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির জনগণের উদ্দেশে ভাষণ দিচ্ছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতির মস্কোর লুজিনিকি স্টেডিয়ামে ক্রিমিয়ার আট বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে হাজার হাজার জনগণের উদ্দেশে বক্তব্য শুরু করেছেন। ২০১৩ সালে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলকে দখল করে নেয় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।
খবরে বলা হয়েছে, রাশিয়ার পতাকায় স্টেডিয়াম ছেয়ে গেছে। এছাড়া আগন্তুকরা ‘জেড’প্রতীকের পতাকা সঙ্গে এনেছেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার সমর্থনের প্রতীক হয়ে উঠেছে এই ‘জেড’। অর্থাৎ যারা এই যুদ্ধে সমর্থন দিচ্ছেন বা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ হামলাকে সমর্থন দিচ্ছেন, তারা ‘জেড’-কে প্রতীক হিসেবে ব্যবহার করছেন।
জার্মান চ্যান্সেলরের সঙ্গে পুতিনের ‘উত্তপ্ত’ বাক্য বিনিময়
এই অনুষ্ঠানে বক্তব্যে পুতিন ইউক্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানের প্রশংসা করেছেন। তার দাবি— স্থানীয়দের রক্ষার জন্যই এই অভিযান।
পুতিন আগন্তুকদের উৎসাহ দিতে বলেন, রাশিয়া এগিয় যাবে।
ছোট বল আকারের বস্তুকেও আঘাত করতে সক্ষম স্কাই স্যাবর ক্ষেপণাস্ত্র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।